• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে লেখালেখি নিয়ে কবি রশিদ আহমদ অর্জন করতেছে মানুষের ভালবাসা।

স্বাধীন ভোর ডেস্ক / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:
চারদিকে পাহাড়ে ঘেরা, সবুজের মহল এবং দর্শনার্থীদের এলাকা পার্বত্য পাহাড়ি অঞ্চল নাইক্ষ্যংছড়ি উপজেলা।জলবন্দী পানিতে সারিবদ্ধভাবে ফুটন্ত শাপলা যেমন প্রকৃতি ও মানুষের সৌন্দর্য কেড়ে নেয় তেমনি নাইক্ষ্যংছড়ি উপজেলায় কবি রশিদ আহমদ বিভিন্ন সাহিত্য বিষয় নিয়ে লিখালিখি করে জয় করতেছে মানুষের মন এবং পাচ্ছে মানুষের ভালবাসা।কবি রশিদ আহমদ হলেন একজন সুন্দর ও সরল মনের মানুষ। তার কাছে হিংসা, রাগ,অভিমান বলতে কোনো কিছু নেই। সব মানুষের সাথে মিলেমিশে থাকা এবং সকলকে ভালো কাজে আনা তার একমাত্র লক্ষ্য।কবি রশিদ আহমদ হলেন একজন সরকারি চাকরিজীবী। তিনি চাকরি করার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন সাহিত্য বিষয় নিয়ে লেখালেখি। শুধু লেখালেখি নয় সাথে চালিয়ে যাচ্ছে আরও সুর সঙ্গীতের আমেজ। রাগ, হিংসা, অভিমান সবকিছু ত্যাগ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সুর সঙ্গীত নিয়ে চলে যাচ্ছেন সকল ধর্মের উৎসবে।কবি রশিদ আহমদ যেসব সাহিত্য বিষয় নিয়ে লিখালিখি করেছেন সেসব বিষয় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সদর, ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে শুরু করে চলে যাচ্ছে দূরবীন জায়গাতে। অর্জন করেছে বিভিন্ন সম্মাননা ও পুরুষকার।তার লিখা পাঠ্য খুলে দেখলে মনে হয় গীষ্মকালে চলে এসেছে শীতল ঠান্ডা হাওয়া। তিনি তার লিখার পাশাপাশি উৎসাহিত করে সবসময় পাশে থাকেন তরুণ প্রজন্মের নবীন লেখকদের। তিনি চাই লেখালেখির মাধ্যমে বেঁচে থাকুক সকল মানুষের মনের গহিনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ