• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ পূর্বাহ্ন

অষ্টম দিনে জমজমাট সাগরদাঁড়ী মধুমেলা

স্বাধীন ভোর ডেস্ক / ৬৩০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

কেশবপুর প্রতিনিধি:
মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৯ জানুয়ারি থেকে যশোরের কেশবপুর সাগরদাঁড়িতে শুরু হয়েছে ৯ দিনের মধুমেলা।হাজারো দর্শনার্থীর পদচারণায় জমে উঠেছে যশোরের কেশবপুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির মধুমেলা। শীত উপেক্ষা করে মধুভক্তদের পদচারণায় মুখরিত সাগরদাঁড়ি। মহাকবির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদের পাড়, বসতভিটা, বিদায় ঘাট, কাঠবাদাম গাছতলা ও মধুমেলা প্রাঙ্গণ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।আজ শুক্রবার ছিলো মেলার অষ্টম দিন,এই দিনে হাজার হাজার মানুষের দেখা মিলেছে, শুক্রবার সরকারি ছুটি থাকায় সকলে পরিবার পরিজন নিয়ে মেলায় এসেছে বলে জানা গেছে।সাতক্ষীরা থেকে ঘুরতে আসা নাজনিন নাহার বলেন, আগামীকাল মেলা শেষ হবে এটা জানতে পেরে ও আজ ছুটির দিন থাকায় আমরা পরিবারের সকল সদস্য কে নিয়ে মেলায় এসেছি।ঢাকা থেকে মেলায় ঘুরতে আসা শাহাবুদ্দিন হোসেন বলেন, আমরা প্রতি বছর সাগরদাঁড়ী মধুমেলাতে ঘুরতে আসি, গেলো বছর তার আগে করোনা মহামারির কারনে মেলা বন্ধ ছিলো তবে এবছর খুব জমজমাট মেলা হচ্ছে।মেলার মাঠে দেখা মিলেছে পাঁচ শতাধিক পণ্যের পসরা, বাহারি মিষ্টির দোকান, হরেক রকমের চা, ফুচকা-চটপটি, আচার ও মোয়া-মুড়ির। কপোতাক্ষ নদ পাড়ে কবির স্মৃতি বিজড়িত কাঠবাদাম গাছতলায় আন্ডারগ্রাজুয়েট নামে একটি চায়ের দোকানে দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো।ছোট বাচ্ছা সোনামনিদের জন্য রয়েছে নাগোরদোলা,বিনোদন ট্রেন,স্লিপিং বোর্ড, সহ হরেক রকমের খেলার সামগ্রী।
এ মেলা অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ