• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়ে সহমত জানিয়ে সময় চাইলেন অর্থমন্ত্রী

স্বাধীন ভোর ডেস্ক / ১১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তা স্বীকার করে উত্তোরণের জন্য সময় চেয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছ্নে, ‘অনেক চ্যালেঞ্জ আছে, তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না। বিষয়গুলো বুঝতে একটু সময় দিন।’

গত ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। দুদিন সাপ্তাহিক ছুটির কারণে রবিবার (১৪ জানুয়ারি) তারা প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজ নিজ দফতরে আসেন।

প্রথম কর্মদিবসে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের চার জন সচিব ও সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন নতুন অর্থমন্ত্রী।

অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকগুলোতে তারল্য সংকটসহ যেসব চ্যালেঞ্জের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, আমি তার সঙ্গে একমত। সে ক্ষেত্রে আমাকে কিছুটা সময় দিতে হবে।’

তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ছিল, আছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেক চ্যালেঞ্জ আছে, তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না। বিষয়গুলো বুঝতে একটু সময় দিন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ