• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পূর্বাহ্ন

আমি কাজে বিশ্বাসী তাই স্মার্ট বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ার স্বপ্ন দেখি- সাজ্জাদ হোসেন 

স্বাধীন ভোর ডেস্ক / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

আক্কাস আল মাহমুদ হৃদয়
কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া)সংসদীয় আসনের স্বতন্ত্র ফুলকপি মার্কার প্রার্থী আলহাজ্ব সাজ্জাদ হোসেন বলেছেন,আমি জনগণের কাছাকাছি থাকতে ও অন্যায়ের প্রতিবাদ করে আনন্দ পাই! আমি কাজে বিশ্বাসী তাই স্মার্ট বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়ার স্বপ্ন দেখি। আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের মধ্য দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমি ২৭ বছর বয়সে দুই বার ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম,জেলা পরিষদ নির্বাচন সহ ১০ বার নির্বাচনে অংশগ্রহণ করেছি।সবসময় আপনারা পাশে থেকে যে ভালোবাসা নজির রেখেছেন। তাই আপনাদের ভালোবাসার প্রতিদান দিতেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমি আপনাদের শান্তির প্রয়োজনে আমার জীবন দান করব।'(৩ জানুয়ারি ২০২৪)বুধবার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে বিভিন্ন এলকায় গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন। এর আগের দিন মঙ্গলবার বাকশীমূল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভায় তিনি আরো বলেছেন,আমি নির্বাচিত হলে বুড়িচং -ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা থেকে জিবি নামের চাঁদাবাজি বন্ধ করে দেব এবং কোনো সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদের স্থান হবে না। সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটে যে পাশ করবে তাকেই ঘোষণা করতে হবে।কোন প্রার্থীকে ডিক্লেয়ার দিলে জনগণ তা মেনে নিবে না। তিনি তার বক্তব্যে বলেছেন, কয়েকজন প্রার্থী টাকা দিয়ে ভোট কিনতে মাঠে নেমেছে, তাদেরকে বয়কট করবেন। টাকা দিয়ে কিছু ভোট কেনা যায় এমপি হওয়া যায় না। টাকার বিনিময়ে যে এমপি হবে, সে উন্নয়নের নামে লুটপাটে লিপ্ত থাকবে। টাকা দিয়ে ভোট কেনার অভ্যাস আমার নাই। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকল ভোটারা কেন্দ্রে যাইবেন। সাজ্জাদ হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ