• শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পূর্বাহ্ন

মধুপুরে তামাক বিরোধী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়

স্বাধীন ভোর ডেস্ক / ১৫৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

মধুপুর প্রতিনিধি:
জীবনের জন্য, পরিবারের জন্য তামাক কোম্পানির আগ্রাসন প্রতিহত করন স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে তামাক বিরোধী সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ তামাক বিরোধী জোট মধুপুর স্বাস্থ্য শিক্ষা কৃষি গবেষণা উন্নয়ন ফাউন্ডেশন, বাংলার মেলা সংস্থা, ও বিচরণ সংস্থা। দেশব্যাপী তামাক নিয়ন্ত্রন আইন লঙ্ঘন ও তামাক কোম্পানির বেপরোয়া অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন তারা। সোমবার (৯ অক্টোবর) বিকেলে মধুপুর উপজেলা প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুপুর স্বাস্থ্য শিক্ষা গবেষণা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মো. আবু সালেহ। এসময় উপস্থিত ছিলেন বিচরণ সংস্থার নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বাংলার মেলার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ সাধারণ সম্পাদক বাবুল রানা সহ অন্যান্য সাংবাদিকগন। মধুপুর স্বাস্থ্য শিক্ষা গবেষণা উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ মো. আবু সালেহ তামাক আইন সংশোধনী চুড়ান্ত করা, তামাক কোম্পানির প্রভাব থেকে নীতি সুরক্ষায় এফসিটিসি এর অনুচ্ছেদ ৫.৩ অনুসারে ‘কোড অব কন্ডাক্ট’ গ্রহণ করা, জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি এবং দেশব্যাপী যথাযথ কার্যক্রম গ্রহণ করা’সহ মধুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ