• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

ভারতে দুর্নীতি, বর্ণবাদ ও সাম্প্রদায়িকতার কোনও স্থান থাকবে না: মোদি

স্বাধীন ভোর ডেস্ক / ৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

ভারত যখন স্বাধীনতার ১০০ বছর উদযাপন করবে তখন তা একটি উন্নত দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, তখন দেশে আর দুর্নীতি, বর্ণবাদ এবং সাম্প্রদায়িকতার কোনও স্থান থাকবে না। সংবাদ সংস্থা পিটিআইকে রবিবার দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী।  

মোদি বলেন, ‘২০৪৭ সালের মধ্যে ভারত একটি উন্নত দেশ হবে। আমাদের জাতীয় জীবনে দুর্নীতি, বর্ণবাদ এবং সাম্প্রদায়িকতার কোনও স্থান থাকবে না।’

ভারত সম্পর্কে বিশ্বের ধারণা পরিবর্তিত হচ্ছে জানিয়ে মোদি বলেন, ‘দীর্ঘকাল ধরে ভারতকে ১ কোটি ক্ষুধার্ত মানুষের দেশ হিসেবে দেখা হতো। এখন ভারতের ১০০ কোটি উচ্চাকাঙ্ক্ষী মন এবং ২০০ কোটি দক্ষ হাত রয়েছে।’

বিরোধী দলগুলোকে কটাক্ষ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘দায়িত্বহীন আর্থিক নীতি এবং জনপ্রিয়তা স্বল্পমেয়াদি রাজনৈতিক ফলাফল দিতে পারে। তবে সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য দীর্ঘমেয়াদি সরকার দরকার।’

নয়াদিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনের কথা বলতে গিয়ে মোদি বলেন, ‘আমাদের কথা এবং দৃষ্টিভঙ্গিকে ভবিষ্যতের রোডম্যাপ হিসেবে দেখে বিশ্ব। বিশ্বের জিডিপি-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হচ্ছে। আর ভারত এই রূপান্তরে অনুঘটকের ভূমিকা পালন করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ