ভূজপুর(চট্টগ্রাম) প্রতিনিধি:
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন বাগান বাজার ইউনিয়নে রামগড় চা-বাগানের চাপাতা উত্তোলনের সময় বর্জ্রপাতে ৬ জন চা শ্রমিক আহত হয়েছে। সোমবার বেলা দেড়টার সময় ৩১ বাগানের নম্বর গেইটে এ বর্জ্রপাতের ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কুমদের স্ত্রী রুমা,সুভাসের স্ত্রী অর্চনা, খোকনের স্ত্রী অঞ্জলী রানী,বিষ্ণুর ছেলে সিপন,সয়েলের স্ত্রী তলামনি ও সুমন,এদের মধ্যে রীতার স্বামী সুমনকে প্রথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। চা বাগানের পঞ্চায়েতের সভাপতি মদন রাজগড় বলেন, দুপুরে বৃষ্টির আগে বজ্রপাতে আহত হন চা বাগানের ৬ জন নারী-পুরুষ, তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। বৃষ্টিও বজ্রপাতের সময় সতর্ক থাকার পরামর্শ দেন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকরা। আহত চা শ্রমিকদের শারিরীক খোজখবর নিতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সাইফ, সাথে বাগান বাজার ইউনিয়নের অন্যান নেতা কর্মীরাও উপস্থিত চিলেন।