• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪২ অপরাহ্ন

মুরাদনগরে মধ্যরাতে মরা গরু জবাই, ইউএনওর অভিযান গোসত মাটিচাপা

স্বাধীন ভোর ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সাজ্জাদ হোসেন শিমুল,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতে মরা গরু জবাই করে মাংস বিক্রির জন্য সংরক্ষণ করার চেষ্টা করাকালে ইউএনও’র হাতে ধরা পড়েন অসাধু ব্যবসায়ী। জরিমানা আদায় করে মাটিচাপা দেয়া হয় গোশত। বুধবার মধ্যরাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের থোল্লার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, বুধবার মধ্যরাতে উপজেলার বাখরনগর গ্রামের থোল্লার মোড় এলাকায় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র গোশত বিক্রির জন্য একটি মরা গরু জবাই করে সংরক্ষন করতেছে এমন সংবাদ পেয়ে রাত ১.৩০মিনিটে ঘটনাস্থলে হাজির হন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভূইয়া জনি। এসময় ঘটনার সত্যতা পেয়ে মৃত সামসু মিয়ার ছেলে অসাধু ব্যাবসায়ী মুর্শিদ মিয়াকে ১৫হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জবাই করা মরা গরুর গোসত গুলো জব্দ করে মাটিচাপা দেয়া হয়। এদিকে মধ্যরাতে এমন অভিযানের মাধ্যমে ভোক্তাদেরকে মরা গরুর মাংস খাওয়ার হাত থেকে রক্ষা করায় স্যোসাল মিডিয়াসহ সর্বমহলে প্রশংসায় ভাসছেন ইউএনও আলাউদ্দিন ভূইয়া জনি। এসময় অন্যান্যের মধে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, জাকির হোসেন, মুরাদনগর থানার এসআই ওমর প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভূইয়া জনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরতে পারলেও দুই জন পালিয়ে গেছে। পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। এমন গর্হিত কাজ যেন আর কেউ করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। উপজেলা প্রশাসনকে তথ্য জানানোর জন্য অনুরোধ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ