• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন

ফুলের রাজধানী’খ্যাত গদখালীতে সাপের কামড়ে ফুল চাষীর অকাল মৃত্যু

স্বাধীন ভোর ডেস্ক / ১১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

যশোর প্রতিনিধি:
যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ফুলের রাজধানী’খ্যাত গদখালীতে সাপের কামড়ে কামারুল ইসলাম (৪৫) নামে এক ফুল চাষীর অকাল মৃত্যু হয়েছে। তিনি গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মৃত সোলাইমান মোড়লের বড় ছেলে। তিনি গদখালী বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মেসার্স কামারুল হার্ডওয়ারের কর্ণধার ছিলেন। সরেজমিনে জানা যায় গতকাল বুধবার (৯ আগস্ট) দুপুরে তার নিজস্ব রজনীগন্ধা ফুলবাগান পরিদর্শনে যান, নিজের অজান্তেই তাকে সাপে কামড় দেয়, পরে সাপে কামড়ানোর ঘটনা জানাজানি হলে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় আনুমানিক বিকাল ৪ টার দিকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা সুত্রে জানা যায়, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের অবহেলার কারণেই কামারুল ইসলামের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার আত্মীয় স্বজনেরা। এ সময় তারা উত্তেজিত হয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি রুমের কয়েকটি চেয়ার ভাংচুর করেন। কামারুল ইসলামের স্বজনের এ বিষয়ে ঝিকরগাছা থানায় কোন অভিযোগ দায়ের করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ