• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩

কুমিল্লা প্রতিনিধি

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আবাহনী ক্রীড়া চক্র ও স্পন্দন শিল্পীগোষ্ঠীৱ প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ। শনিবার বিকালে ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নগরীর রামঘাটস্থ দলীয় কার্যালয়ে দোয়া-মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, বরুড়া পৌরসভার মেয়র বক্তার হোসেন,

 

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অ্যাড.গোলাম ফারুক, উপদেষ্টা পাপন পাল, শ্রম বিষয় সম্পাদক মানিক খন্দকার, তথ্য ও গবেষণা সম্পাদক ফরহাদুল মিজান, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আকতার মুন্নী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর আক্তার প্রমূখ। এছাড়াও সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। উল্লেখ্য ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে পিতা বঙ্গবন্ধুর সঙ্গে সপরিবারে নিহত হন সম্ভাবনাময় এই তরুণ নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ