• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে আ’লীগ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে : মির্জা আজম এমপি

স্বাধীন ভোর ডেস্ক / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

মাহমুদুল হাসান মুক্তা,
জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আজকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যখনই কোন দুর্যোগ আসে, বন্যা, খড়া আসে তখনই কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। আজকে ঠিক একইভাবে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসেচতনতামূলক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আজম বলেন, ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই দুটি বছর করোনার কারণে আমরা মহামারীর মধ্যে ছিলাম। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। সেই মহামারী থেকে আমরা কিছুদিন ধরে স্বস্তিতে ফিরেছি আমাদের নেত্রী শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায়। তিনি আরো বলেন, সারা বিশে^র রাষ্ট্রের প্রধান, সরকার প্রধান যখন নির্বাক আসমানের দিকে তাকিয়ে ছিলো, তখন আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিদিনই টেলিভিশনের সামনে এসে এই বাংলাদেশের মানুষকে সচেতন করেছেন। কিভাবে তাদের জীবন-জীবিকা চালাতে হবে তার নির্দেশনা দিয়েছেন। যার প্রেক্ষিতে সারাবিশে^র মধ্যে বাংলাদেশ সেই মহামারী থেকে কিন্তু আমরা অনেকটা মুক্তি পেয়েছি। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, আমাদের যে বিরোধী দল সেই বিরোধী দল জনগণ যখন দুর্ভোগে থাকে তখন সেই ঘোলা পানিতে তারা মাছ শিকার করতে চায়। আওয়ামী লীগ জনগণের পাশে থেকে দুর্ভোগকারীদের সেবা করে। আর বিএনপি তখন ঘোলা পানিতে মাছ শিকার করে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তিনি চলমান এই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা স্বাচিপের সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, সাধারণ সম্পাদক ডা. সাজদা-ই-জান্নাত তনু, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান প্রমুখ। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ