• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

বিজিবি দেখেই মহিষ রেখে চলে গেল বিএসএফ!

স্বাধীন ভোর ডেস্ক / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় ৬টি মহিষ আটক করে বিজিবিকে হস্তান্তর করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে শনিবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মাসুদপুর সীমান্তে। 

এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অতিরিক্ত বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে ট্রলার ও স্পিডবোর্ড নিয়ে দ্রুত ভারতে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা। তবে বার বার যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিম, সোবহান আলীসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ভারতের ৬টি মহিষ পদ্মা নদীতে ভেসে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাসুদপুর এলাকায় ঢুকে পড়ে। এ সময় চারটি ট্রলার ও দুটি স্পিডবোর্ডে ১০ জন ভারতীয় নিমতিতা ক্যাম্পের বিএসএফ সদস্য মহিষগুলো ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় এলাকাবাসী এগিয়ে গেলে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে বিএসএফ সদস্যরা। এমনকি মহিষগুলো ফেরত না দিলে গুলি করার হুমকি দেয় তারা। এসময় খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে মহিষ রেখে ট্রলার ও স্পিডবোর্ড নিয়ে ভারতে ফিরে যায় বিএসএফ সদস্যরা।

স্থানীয়দের বরাত দিয়ে মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ইউপি সদস্য মোহা. সমির উদ্দীন মুঠোফোনে বলেন, ভারতীয় সীমানার মধ্যে মহিষগুলো ছিল। হঠাৎ পদ্মা নদীতে নেমে ভাসতে ভাসতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে আসে। এসময় ১০ জন বিএসএফ সদস্য জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে মহিষগুলো নিয়ে যেতে চায়। পরে বিজিবি উপস্থিত হলে মহিষ রেখে চলে যায় বিএসএফ। ভারতীয় ৬টি মহিষ জব্দ করে এলাকাবাসী মাসুদপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেছে।

এ বিষয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেনের। এমনকী বক্তব্য জানতে চেয়ে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠানো হলেও সাড়া দেননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ