• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলামের বিদায়ী সংবর্ধনা

স্বাধীন ভোর ডেস্ক / ১০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার
‘আষাঢ়ের কবিতায় বেদনা বরণ অনুষ্ঠান’-এর মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমানে উপ-সচিব পদোন্নিত পাওয়া ড. শফিকুল ইসলামের কর্মস্থল কুমিল্লা থেকে বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধনা জানানো হয় গত ৪ জুলাই মঙ্গলবার বিকালে কুমিল্লা নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে। আনন্দ বেদনার এমন অনুভূতিতে বিদায়ী অভিবাদন জানাতে এসেছিলেন কুমিল্লার অর্ধ শতাধিক সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ড. শফিকুল ইসলাম প্রশাসনিক কর্মকান্ডের পাশাপাশি তিনি ছিলেন কবি, সাহিত্যিক সৃজনশীল লেখক ও গবেষক। তিনি খুব অল্প সময়ে কুমিল্লার সাংস্কৃতি অঙ্গনে বেশ প্রিয়মুখ হয়ে উঠেছিলেন। এরই ফলশ্রুতিতে সংস্কৃতি প্রেমী ও তাহার অনুরাগীরা তাহার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাহাকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি লেখক সাহিত্যিক গবেষক ডক্টর আলী হোসেন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সম্মানিত সদস্য মোঃ আজাদ সরকার লিটন, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার ক্রীড়া সংগঠক আবৃত্তি শিল্পী বদরুল হুদা জেনু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আতাউর রহমান জসিম, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এবং আমরা মুক্তিযুদ্ধের সন্তান কমিটির সম্মানিত সভাপতি তারিকুল রহমান জুয়েল কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুল রহমান, সূর্য শিখা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উষসী পরিষদ কুমিল্লা জেলার সভাপতি এডভোকেট মাহবুব রহমান, দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক নীতি শাহ, সংলাপের পরিচালক নাট্যকার শাহাজাহান চৌধুরী, মাস্টার মোহাম্মদ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান বোরহান মাহমুদ কামরুল, কবি নজরুল পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অশোক বড়ুয়া, বিনয় সাহিত্য সংসদ এর সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স এর সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ, আবৃত্তি সংসদ এর সভাপতি তাহমিনা বেগম, কবি মোহাম্মদ শাহজাহান, যাত্রী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রফেসর ফারুক সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সম্পাদক আবুল কাসেম, বাংলা সংস্কৃতি বলয় কুমিল্লা সংসদ এর আহব্বায়ক আবৃত্তি শিল্পী রুবেল কুদ্দুছ, প্রাবন্ধিক প্রফেসর শাহীন শাহ, জোড়া শালিক এর প্রকাশক কবি হালিম আবদুল্লা, আবৃত্তি শিল্পী নাবিল, সহকারী অধ্যাপক রাহুল তারুণ পিন্টু, রৌদ্রজলের সংগঠক নিজাম উদ্দিন রাব্বি, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, বাংলা সংস্কৃতির বলয়ের যুগ্ম মহাসচিব এস এ এম আল মামুন, গবেষক আহসান কবির, সমতটের কাগজের সম্পাদক ও প্রকাশক জামাল উদিন দামাল,সাংবাদিক মাহফুজ নান্টু, সাংবাদিক খায়রুল আহসান মানিক, সাংবাদিক এমদাদুল হক সোহাগ, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক রবিউল বাসার, সংগীত শিল্পী মিথিলা মজুমদার শিল্পী ওমর ফারুক ভূইয়া, নিরাপদ চালক চাই সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আয়োজক কমিটির সম্মানিত সদস্য মোঃ মামুন কবির চৌধুরী কবি দেলোয়ার হোসেন জীবন, খেলাঘর কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট দীলিপ কুমার চন্দ্র, ফুল কলির আসর এর সাধারণ সম্পাদক স্বাদ বিন ইউসুফ, এডভোকেট জাফর আলী, সাংবাদিক আব্দুর রহমান সাইফ, সাংবাদিক শ্যামল বড়ুয়া, আবৃত্তি শিল্পী নাবিল হাসান,সংস্কৃতিজন আবু তালহা শোয়েব, জেলা শিল্পকলার আবৃত্তি প্রশিক্ষক মাহাতাব সোহেল, এন আর স্কুল এর প্রধান শিক্ষক আইরিন আক্তার বীথি, কুমিল্লা সাহিত্য সংসদ এর সভাপতি কবি নুরুল আলম সেলিম মিয়াজি, মহিলা কাউন্সিল হাজী নেহার বেগম, কবি রোকসানা ইয়াসমিন মনি, কবি নাসিমা সাথী, কবি রোমানা, বিলকিস প্রীতি, ফরহাদ, সাজ্জাদ,সহ আরও অনেকে অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক কবি শিপন হোসেন মানব এবং সূর্য শিখা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক নেলী দও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ ফুল উপহার দিয়েছেন আলো যুব মহিলা কল্যাণ সংস্থার সভাপতি কবি উমে হাবিব, অনুসন্ধানী পাঠক ঠাকুর জিয়াউদ্দিন। অগ্নি বীনা সাহিত্য সেবা পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন জীবনসহ আরও অন্যান্য সংগঠনের সংস্কৃতি প্রেমীরা। অনুষ্ঠানে কবিতা পাঠ, মানপত্র পাঠ, অনুভূতি প্রকাশ ও ড. শফিকুল ইসলামের কুমিল্লায় বিভিন্ন অগ্রণী ভূমিকা ও তাহার কুমিল্লা উন্নয়নে সুদূর প্রসারী চিন্তাভাবনা ও পরিকল্পনার কথা শেয়ার করেন। অনুষ্ঠান শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তী ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ