• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

সাঁথিয়ায় ট্রেনে কাটা পরে ২ জনের মৃত্যু

স্বাধীন ভোর ডেস্ক / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

এস এম আলমগীর চাঁদ ( সাঁথিয়া, পাবনা প্রতিনিধি )

পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে । উক্ত ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার ( ৬জুলাই ) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাশিনাথপূর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের রেললাইনে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন কাশিনাথপূর ইউনিয়নের কাবারিখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামরুল ( ৩০) এবং জালাল মুন্সীর ছেলে বাবু ( ২৫ ) । তারা সম্পর্কে চাচাত ভাই । আহতরা হলেন একই গ্রামের মমিন ও আওযাল । খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে । স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত জামিরুলের ভুষির দোকানে আজ হালখাতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল । তাই সকালে চাচাত ভাই বাবু ও প্রতিবেশী মমিন কে নিয়ে কাশিনাথপূরে দোকানের উদ্দেশ্য রওনা হন । পথিমধ্যে চন্ডিপুর গ্রামের রেললাইন দ্রুত অতিক্রম করার সময়ে ঈশ্বরদী থেকে ছুটে আসা ঢালারচর এক্সপ্রেস নামক ট্রেনের নীচে কাটা পরে তারা ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে । মোটরসাইকেলে থাকা মমিন ছিটকে পরে গেলে গুরুতর আহত হয় । মোটরসাইকেল ট্রেনের ধাক্কায় ছিটকে পরে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা আওযাল আলীর গায়ের উপর পরলে সে গুরুতর আহত হয় । ঈশ্বরদী রেলওয়ে থানার দায়িত্বরত এস আই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঢালারচর এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে দুই চাচাত ভাইয়ের মৃত্যু হয়েছে । কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ