• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে ১৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও দপ্তর সম্পাদক নির্বাচিত

স্বাধীন ভোর ডেস্ক / ৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী রোববার(২ জুলাই)রাত ৮টা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এতে ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এদিকে মনোনয়নপত্র বিতরণ শেষে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. রেজাউল বারি রন্টু এসব তথ্য নিশ্চিত করেছেন। এসময় ব্রিফিংকালে তিনি বলেন, সভাপতি পদে এককপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন হেলাল উদ্দিন। সহ-সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তিনজন। এরা হলেন, এস এম তফিজ উদ্দিন, শহিদুল ইসলাম ফিলিপস ও হীরক গুণ। সাধার সম্পাদক পদে দুই জন। এরা হলেন ফজল-এ-খোদা লিটন ও ইসরাইল হোসেন বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তিনজন। এরা হলেন, সেলিম রেজা, আব্দুস সামাদ সায়েম ও আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে দুজন মনোনয়ন তুলেছেন। এরা হলেন, গাজী এসএইচ ফিরোজী ও দিলীপ কুমার গৌর। অর্থ সম্পাদক পদে তিনজন। এরা হলেন, নুরুল ইসলাম রইসী, রোমান আহমেদ ও মাহমুদুল হাসান উজ্জল। দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী জহুরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দুজন। এরা হলেন স্বপন চন্দ্র দাস ও রহমত আলী। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দুজন। এরা রিফাত রহমান ও জাকারিয়া হোসেন টুটুল। সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে দুজন। এরা হলেন মান্না রায়হান ও সাজিরুল ইসলাম সঞ্জয়। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এরা হলেন, মৌলভী নজরুল ইসলাম, নওশাদ আহম্মেদ, শফিক মোহাম্মদ রুমন ও নজরুল ইসলাম। এসময় নির্বাচন কমিশনার মো. লোকমান হোসেন, নির্বাচনী ট্রাইবুনাল প্রধান এ্যাড. নাসিম সরকার হাকিম, নির্বাচনী ট্রাইব্যুনালের সদস্য মো. শহীদুল ইসলাম, প্রেসক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস, আহবায়ক কমিটির সদস্য আব্দুল হামিদ খান হীরাসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য: আগামী ১৯ জুলাই প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ