• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

মেহেরপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২ মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারী কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ সোমবার সকাল ১০ টার সময় বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধানের বীজ, পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুর রউফ এর সঞ্চালনায় এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গাংনী উপজেলা মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান, গাংনী পৌরসভার প্যানেল মেয়র আছেলউদ্দীন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ । উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি বান্ধব সরকার কৃষকদের খরিপ মৌসুমে ধান চাষ ও পেঁয়াজ চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় গাংনী উপজেলায় ২ হাজার ৬শ কৃষকের মাঝে ৫ কেজি করে ধান বীজ ও ১২০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ পাশাপাশি রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষক প্রতি ধান চাষীদের জন্য ১০ কেজি করে ডিওপি ও এমওপি সার এবং পেঁয়াজ চাষীদের জন্য কৃষক প্রতি ১ কেজি করে বীজ ও ২০ কেজি করে ডিওপি এবং এমওপি সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ