• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন

ধামইরহাটে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

স্বাধীন ভোর ডেস্ক / ১৬৯৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

 ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁ নওগাঁর ধামইরহাটে জমি চাষের সময় বজ্রপাতে এক পাওয়ার টিলার চালকের মৃত্যু হয়েছে। এ সময় জমির মালিক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। সোমবার (৩ জুলাই) দুপূর সাড়ে বারোটার দিকে উপজেলার মইশড় গ্রামের মাঠে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত মমিনুর রহমান (২২) মশইড় গ্রামের আজিজুর রহমানের ছেলে। জমির মালিক জাহিদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহিদুল ইসলামের জমিতে আউশ ধান লাগানো জন্যে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন মমিনুর। জমির আইলের উপরে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন জাহিদুল আর পাওয়ার টিলার চালাচ্ছিলেন মমিনুর। দুপূরে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। বেলা সাড়ে ১২ টার দিকে বজ্রপাত ঘটলে মমিনুর ঘটনাস্থলে মারা যান এবং জাহিদুল আহত হন। মাঠে থাকা অন্য কৃষকসহ স্থানীয়রা ঘটনাটি দেখেতে পেয়ে জাহিদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। তবে আহত জাহিদুল ইসলাম এখন কিছুটা হলেও সুস্থ আছেন। ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হতাহতদের পবিবারের থেকে কোন অভিযোগ না থাকার পারও আইনি প্রক্রিয়া শেষ করার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ