ঝিনাইগাতী (শেরপুর)প্রতিনিধি
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর বাজার আজ জমজমাট হয়েছে । ঈদের বাকি ৩ দিন ঝিনাইগাতী উপজেলায় সপ্তাহে প্রতি রোববার গরুর বাজার হয়ে থাকে । আজ রোববার শেষ বাজার হওয়ার ফলে গরুর বাজার জমে উঠেছে । ক্রেতা বিক্রেতারা গরুর বাজারে আগমন করার ফলে বাজারটিতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে । এ দিকে অন্যান্য বাজারের তুলনায় গুরুর দাম ছিল সহনিয় পর্যায় । ইজারাদারের পক্ষে বনিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ জানান ঈদ উপলক্ষে জনসাধারণের সূবিধার্থে সোমবার,মঙ্গলবার ও বুধবার তিনদিন ব্যাপী গরুর বাজার বসবে বলে জানান । ক্রেতা বিক্রেতাদের সূবিধার্থে থাকা খাওয়ার সূ ব্যবস্থা আছে বলে জানা গেছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন শৃঙ্খলা সভার সভাপতি ফরুক আল মাসুদ অগ্রিম ইদ শুভেচ্ছা দিয়ে বলেন ঈদ উপলক্ষে জনস্বার্থে বাজারে প্রয়োজনীয়ব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । গরু ক্রেতা বিক্রেতাদের সূবিধার্থে জাল টাকা, প্রতারক, চাঁদাবাজি, মলম পার্টি থেকে সাবধান থাকার জন্যে সংশ্লিষ্ঠ আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করা হয়েছে ।