• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন

ভালুকায় নারাঙ্গী এগ্ৰো ফার্মের পরিবেশ দূষণ রোধে এলাকাবাসী মানববন্ধন

স্বাধীন ভোর ডেস্ক / ২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

 ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন উথুরা ইউনিয়নের নারাঙ্গী গ্রামের কৃষি জমির পানি ও পরিবেশ দূষণ রোধে’ মানববন্ধনের আয়োজন করা হয়। এলাকা বাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জুন) বিকেলে সিপি সামনে আতিকুল মার্কেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক মোঃ আলাল উদ্দিন, মোঃ আবু জুরাইজ, স্থানীয় শিক্ষক, মোঃ মোকছেদ মাস্টার, মোঃ জালাল উদ্দিন মাস্টার, মোঃ নাঈম মাস্টার, স্থানীয় কৃষক মোঃ রাসেল আকন্দ, মোঃ কামাল আকন্দ, মোঃ মোহতাদি, মোঃ আতিকুর সরকার , মোঃ আলম মিয়া, মোঃ বছির আকন্দ, প্রমুখ। মানববন্ধনে আলোচকরা তাঁদের বক্তব্যে বলেন― শিল্প-কারখানার বর্জ্য গ্ৰামের কৃষকের জমির ফেলে এই ভয়াবহ দূষণের সৃষ্টি করা হচ্ছে। অপরিশোধিত তরল বর্জ্য কৃষি জমি গুলোকে গ্রাস করছে। এতে জমি জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এ দূষিত পানি ব্যবহারের কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধনে দাবি করা হয়, প্রায় ২ বছর দরে উপজেলার নারাঙ্গী এগ্ৰো ফার্ম এর কারনে জমির পানি দূষণ করছে। এতে এলাকার পুকুরের মাছসহ জলজপ্রাণীশূন্য হয়ে পড়েছে। স্থানীয় কৃষকরা কৃষি জমি ব্যবহার করতে পারছেন না। প্রয়োজনে কেউ জমিতে নামলে বিভিন্ন প্রকার চর্মরোগ দেখা দিচ্ছে। পুকুরের মাছ মরে যাচ্ছে। তারা আরও অভিযোগ করেন, কারখানায় পানি পরিশোধন যন্ত্র নেই, কারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র থাকলেও, বর্জ্য পরিশোধন না করে সরাসরি তা ফেলে দেয়া হয় কৃষি জমিতে। এতে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ আমাদের খাদ্যচক্রে প্রবেশ করছে। কোনো কোনো রাসায়নিক পদার্থ মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সরকারের কাছে দাবি জানান, কারখানার রাসায়নিক পদার্থের সামান্য অংশও যাতে মানুষের খাদ্যচক্রে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে হবে। কৃষকের জমি স্বাভাবিক বৈশিষ্ট্য ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ