• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

এবারও স্বস্তির যাত্রা হবে দক্ষিণে

স্বাধীন ভোর ডেস্ক / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

আসন্ন ঈদুল আজহায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপদ অধিদফতর ও পরিবহন মালিক সমিতি। ইতোমধ্যে ঈদযাত্রা শুরুর প্রস্তুতিও সম্পন্ন করেছে এসব প্রতিষ্ঠান।

হাইওয়ে পুলিশের উদ্যোগ
আসন্ন ঈদে সড়ক-মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ জানিয়েছে, কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুবাহী যানবাহনের নিরাপদ চলাচল ও চাঁদাবাজমুক্ত মহাসড়ক নিশ্চিত করতে শক্ত অবস্থানে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন। ইতোমধ্যেই বিভিন্ন যানবাহনের মালিক- শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় মিটিং করা হয়েছে। ২২টি থানার ২ শিফটে ৬৬টি পেট্রোল টিম করা হয়েছে। জরুরি সেবা দেবে ৩০টি ‘কুইক রেসপন্স টিম’।

যেকোনো ধরনের দুর্ঘটনা বা প্রতিবন্ধকতা দূর করতে পাঁচটি সরকারি ও ১২টি বেসরকারি রেকার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স থাকছে দুর্ঘটনায় সেবার জন্য। এই সময়ে মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনও যানবাহন না থামানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুইটি গোয়েন্দা টিম কাজ করবে ঈদের আগে ও পরের সপ্তাহব্যাপী। একটি কন্ট্রোল রুমের পাশাপাশি থাকবে পাঁচটি সাব কন্ট্রোল রুম। ৮২১ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোথাও চাঁদাবাজির খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, নির্দিষ্ট গন্তব্য ব্যতীত কোরবানির পশুবাহী গাড়ি ভিন্ন কোনও জায়গায় জোরপূর্বক থামানো যাবে না। হাইওয়ে পেট্রোল সেই গাড়িকে নির্দিষ্ট হাটে পৌঁছে দেবে। চাঁদাবাজির কোন অভিযোগ পাওয়া মাত্রই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হাইওয়ে পুলিশের সদস্যদের পাশাপাশি এবারও বিশেষ ইউনিফর্মে থাকবে হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের ১০০ প্রশিক্ষিত সদস্য।

পুলিশ সুপার বলেন, ‘মহাসড়কে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে ঘরমুখী মানুষকে এবারও স্বস্তির ও নিরাপদ ঈদযাত্রা উপহার দিতে পারবো। আমরা পরিবহন মালিক সমিতি ও সড়ক বিভাগের সঙ্গেও কথা বলেছি। বিগত বছরের মতো এবারও দক্ষিণ অঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে বলে প্রত্যাশা করছি।’

সড়ক বিভাগের উদ্যোগ
সড়ক ও জনপদ অধিদফতর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, সড়কে একটা ছোট গর্তও দেখা যাবে না আশা করি। আমরা ঈদযাত্রার আগেই সড়ক মেরামত করে দিয়েছি। যেন ঈদযাত্রায় কোনও সমস্যা না হয়। সড়কে আমাদের স্পেশাল টিম রয়েছে। তারা তদারকিতে আছে। তাৎক্ষণিক প্রয়োজনে তারা কাজ করবে। ঈদযাত্রা স্বস্তির করতে আমরা হাইওয়ে পুলিশ ও পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করে কাজ করছি।

পরিবহন সমিতির উদ্যোগ
কুমিল্লার শাসনগাছা বাস টার্মিনাল চালক মালিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও দ্যা মটরস অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল আহমেদ খন্দকার জানান, পরিবহন সমিতির নেতাদের আলোচনা হয়েছে। চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে টার্মিনাল ছাড়া যেন যাত্রী উঠানামা না করায়। সময়মতো গাড়ি ছাড়ার ব্যবস্থার কথাও বলা হয়েছে। অতিরিক্ত চালক ও চালকের সহকারী নিয়োগ নিয়ে যাত্রীদের সেবার মান নিশ্চিত করা হচ্ছে। চাঁদাবাজি হলে তা পুলিশকে জানাতে বলা হয়েছে। পুলিশ আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ছাড়া তাৎক্ষণিক সহযোগিতা প্রয়োজন হলে প্রশাসনের সহযোগিতা চাইবো।

পরিবহন সমিতির এই নেতা আরও বলেন, ‘এখন সব স্কুল-কলেজ বন্ধ। তাই যানজটের আশঙ্কা নেই। কোনও দুর্ঘটনা না ঘটলে আমরা আশাবাদী দক্ষিণ অঞ্চলের মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে।’

চালক ও যাত্রীদের প্রত্যাশা
নোয়াখালী-কুমিল্লা রুটের যাত্রী মো. সজিব বলেন, ‘বিগত বছরগুলোতে তেমন যানজট পাইনি। কিছু স্থানীয় বাজারে সামান্য যানজট থাকতো। এবার এটিও থাকবে না বলে মনে করছি।’

চাকরির সুবাদে চট্টগ্রাম থেকে কুমিল্লায় নিয়মিত যাতায়াত করেন কুমার আদিত্য। তিনি বলেন, ‘ছোটবেলায় দেখতাম গাড়ির লম্বা লাইন। তখন যানজটের মাঝে আমরা গাড়ি থেকে নেমে হেঁটে আসতাম। এখন গাড়িতে উঠি আর নামি। মাঝে একটা বিরতি। অনেক সময় বিরতিও দেয় না। আর এবারের ঈদে ছুটি পাওয়ার দিনই বাড়ি যাবো। আশা করছি যানজট থাকবে না।’

হানিফ পরিবহনের চালক ওমর ফারুক বলেন, ‘লং রুটে দীর্ঘদিন গাড়ি চালাই। আগে চট্টগ্রাম যেতে ঢাকা থেকে তীব্র যানজট শুরু হতো। কুমিল্লার বিভিন্ন অংশে এ যানজট থাকতো। এখন আর নেই। বিগত কয়েক বছর ধরে তা আর দেখা যাচ্ছে না। আশা করছি এবার একবারেই যানজট হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ