মুজাহিদুল ইসলাম জাবের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিজিয়নাল ক্রিকেট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে দীর্ঘ দিন ধরে। বিসিবির সাধারণ সভায় এ নিয়ে অনেক সময় আলোচনা করা হলেও তা আলোর মুখ দেখেনি। অবশেষে দেশে ছয়টি বিভাগের আঞ্চলিক কমিটি অনুমোদন করা হয়েছে। চট্টগ্রাম রিজিয়নের জন্য ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন করেছে বিসিবি। এতে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপিকে এডহক কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়। চট্টগ্রাম রিজিয়নের কমিটিতে প্রধান করা হয়েছে বিসিবির বর্তমান পরিচালক আ.জ.ম. নাছির উদ্দিনকে। এছাড়া সদস্য হিসেবে যারা রয়েছেন তাদের মধ্যে চট্টগ্রামের রয়েছে সাতজন। এরা বিসিবির বর্তমান পরিচালক এবং সাবেক জাতীয় দলের অধিনায়ক আকরাম খান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস, সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মোঃ আলমগীর, চট্টগ্রাম আবাহনীর ক্রিকেট কমিটির চেয়ারম্যান গওহর সিরাজ জামিল, বিসিবির সাবেক পরিচালক এবং ইস্পাহানী গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য এবং সাবেক ক্রিকেট সম্পাদক সৈয়দ আবুল বশর এবং নিয়াজ মোরশেদ এলিট। এছাড়া কমিটির বাকি তিন সদস্য হলেন ফেনী থেকে নির্বাচিত সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা এবং কক্সবাজার জেলা থেকে বিসিবির প্রতিনিধি মাহমুদুল করিম।