মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১৮ জুন ২০২৩ উপজেলা অবহতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন;নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেবদাস দেব। এ সময় উপস্থিত ছিলেন;পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার,বক্সগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ ভূঁইয়া,নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মুজিবুর রহমান,নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, মাস্টার হুমায়ুন কবীর, মাস্টার মোস্তাফিজুর রহমান,নাঙ্গলকোট থানার এএসআই কামাল উদ্দিনসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও ১৮ই জুন রবিবার উপজেলার ৩৬০ অস্থায়ী কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৭২ হাজার শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।