• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

ধামরাইয়ে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্বাধীন ভোর ডেস্ক / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মোঃরফিকুল ইসলাম 
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
কিশোর কিশোরীদের হতাশা ও মাদক থেকে দূরে রেখে তাদেরকে বিনোদন ও নৈতিক শিক্ষার মাধ্যমে আত্মসচেতন, আত্মপ্রতারী করে গড়ে তুলে একটি সুন্দর সমাজ ও জাতি গঠণের লক্ষ্যে কৈশোর কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই। সংস্থাটি ধামরাইয়ে কৈশোর কর্মসূচির আওতায় ৪ শতাধিক কিশোর-কিশোরী ক্লাব স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে ২ শতাধিক ক্লাব স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় কৈশোর কর্মসূচির আওতায় গত সোমবার (১২ জুন) সন্ধ্যায় সুতিপাড়া এফটিসিতে আবৃত্তি, নৃত্য প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, উপজেলার বিভিন্ন এলাকার ক্লাব থেকে আগত সদস্যদের বিনামূল্যে বিভিন্ন ধরণের ক্রীড়াসামগ্রী বিতরণ করে সংস্থাটি। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমাজ সেবক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। বিশেষ অতিথি ছিলেন ধামরাই থানার ওসি (অপারেশন) নির্মল কুমার দাস। সংস্থার সহকারী পরিচালক আশরাফ হোসেন, ইসমাইল হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক অভিজিৎ দেবনাথ, কর্মকর্তা আওলাদ হোসেন, রোকেয়া সুলতানা, আব্দুল কুদ্দুস, জহুরা বেগম সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন এলাকার শিশু কিশোর, সুবিধাভোগী, উদ্যোক্তা, যুবসমাজ ও সাধারণ জনতা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ