• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

জামালপুরে দুর্বৃত্তদের হামলায়  সাংবাদিক নাদিম নিহত

স্বাধীন ভোর ডেস্ক / ২০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মাহমুদুল হাসান মুক্তা 
জামালপুর 
জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ জুন) আনুমানিক দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত গোলাম রব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার সময় পাটহারি মোড়ে ওতপেতে থাকা ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। হামলায় সাংবাদিক গোমাল রব্বানী নাদিম গুরুতর আহত হয়। পরে  স্থানীয় সাংবাদিক ও পথচারীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাতেই তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি আজ আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে সাংবাদিক নাদিমের উপর সন্ত্রাসীদের হামলায় মৃত্যুর ঘটনায় বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর তীব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সভা করেছে। অপরদিকে সাংবাদিকের উপর হামলায় মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানান জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও সাধারণ সম্পাদক কবি রাজন্য রুহানি সহ জেলায় কর্মরত সাংবাদিকরা। একই সাথে তারা হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা স্বাধীন ভোরকে জানান, সাংবাদিক নাদিমের উপর হামলার সাথে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ