• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

স্বাধীন ভোর ডেস্ক / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

দেবীদ্বার(কুমিল্লা)প্রতিনিধি

সাঁতার প্রতিটি মানুষের জীবনে জন্য অপরিহার্য অনুষঙ্গ।
দেবীদ্বারে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল কুমিল্লার দেবীদ্বারে শেখ রাসেল ১৯তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল এম শাহীন ইকবাল বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশে অসংখ্য নদী-নালা, খাল-বিল। এ সঙ্গত কারণে সাঁতার কিন্তু প্রতিটি মানুষের জীবনে জন্য একটি অপরিহার্য অনুষঙ্গ। অপরিহার্য এ জন্য, এখন হয়তো অনেক রাস্তাঘাট হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় নৌকা দিয়ে এখানে থেকে আরে খানে চলাফেরা করতে হয়। এবং অনেকে সাঁতার কেটে অনেকটা সময় পার করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইভেন্ট, স্বল্প পাল্লার সাঁতার গুলো নরমাল সুইমিংপুল এর মধ্যে আয়োজন করে থাকি। এবং দূরপাল্লার সাঁতার গুলো আমরা চেষ্টা করছি, দেশের বিভিন্ন জেলার মধ্যে এই আয়োজনগুলো করতে। যেন আমাদের আপমর জনসাধারণ দেশের জনগণ সাঁতার সম্বন্ধে সম্পৃক্ত হয়। এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটি ফলাফল করে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারি। সেই চেষ্টায় আমরা করে যাচ্ছি।বুধবার সকালে দেবীদ্বার এবিএম গোলাম স্টেডিয়ামে এই সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে গোমতী নদীতে আয়োজিত সাঁতায় প্রতিযোগিতা পুরুষ বিভাগ থেকে সেনাবাহিনীর ফয়সাল আহমেদ ও নারী বিভাগ থেকে নৌবাহিনীর সোনিয়া আক্তার দশ কিলোমিটার সাঁতার কেটে প্রথম স্থান অর্জন করেছে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৪(দেবীদ্বার)এর সংসদ সদস্য রাজী মোহম্মদ ফখরুল। এ সমম, নৌবাহিনীর ঢাকার কমান্ডার ও বাংলাদেশ নৌ বোর্ডের সভাপতি রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবা উল আজিম, কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফি উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ