• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

বগুড়ায় রিসোর্ট থেকে বিলুপ্ত বিরল প্রজাতির তক্ষক উদ্ধার

স্বাধীন ভোর ডেস্ক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ১৪ জুন, ২০২৩

বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার একটি রিসোর্ট থেকে তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিসোর্টটির ম্যানেজারকে গ্রেপ্তার করে করা হয়েছে। উদ্ধার করা তক্ষকের দাম আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা বলে পুলিশকে জানিয়েছেন রিসোর্টটির ম্যানেজার। বুধবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে সদরের সাবগ্রাম ছাতিয়ানতলা এলাকায় অবস্থিত গ্রিন রিসোর্ট থেকে হাঁসের মতো পা যুক্ত তক্ষকটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মেহেদী হাসান মন্ডল। তিনি সোনাতলা উপজেলার হুয়াকুয়া এলাকার বাসিন্দা। পুলিশ সুপার জানান, ৯৯৯ ফোন করে এক ব্যক্তি জানায় প্রতারণার জন্য একটি রিসোর্টে বিলুপ্ত বিরল প্রজাতির তক্ষক পালন করা হচ্ছে। পরে পুলিশের একটি দল সদরের সাবগ্রাম এলাকায় অবস্থিত গ্রিন রিসোর্টে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করে। এ সময় রিসোর্টটির ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বলেন, উদ্ধার করা তক্ষকটি প্রায় ৭-৮ ইঞ্চি লম্বা। এই তক্ষক বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা বিভাগে হস্তান্তরের কাজ চলছে। পাচারের উদ্দেশ্যে তক্ষক পালনের অভিযোগে রিসোর্টটির ম্যানেজার মেহেদী হাসান মন্ডলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ