• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

বরগুনা পৌরসভায় সুষ্ঠু উপনির্বাচন অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ৮৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মোঃ সরোয়ার, বরগুনা জেলা প্রতিনিধি 
বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের উপনির্বাচন শান্তি ও সুশৃংখলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা যায়। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট গণনা কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। দশটি কক্ষের মধ্যে পুরুষদের পাঁচটি কক্ষ ও মহিলাদের পাঁচটি কক্ষে ভোট গণনা সম্পন্ন হয়। অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার হাওলাদার ও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিভাষ কুমার দাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরগুনা সদর। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল কঠোর অবস্থানে। পুরুষের তুলনায় মহিলা ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়। ভোটারদের উপস্থিতি কেন্দ্রে সকালের চেয়ে দুপুরে বেশি দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে পৌনে দুইটার দিকে মোট ভোটারের তিনের দুই অংশ ভোট কাস্টিং হয়। ভোটকেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু পরিবেশে পুরুষ ও মহিলা ভোটারগণ তাদের ভোট প্রদান করেছেন বলে জানা যায়। বরগুনা পৌরসভার ১নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৩৪২৯ জন এর মধ্যে ১৮৫৫ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন । উপনির্বাচনে অংশগ্রহণ করেছেন দুই প্রার্থী ১নং ওয়ার্ডের কাউন্সিলর তারিকুজ্জামান টিটুর মৃত্যুর পর পদ শূন্য হয়ে যাওয়ায় তার সহধর্মিনী আফরোজা পারভিন উটপাখি প্রতীক এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আখতারুজ্জামান নাসির পাঞ্জাবি প্রতীক নিয়ে উপনির্বাচনে অংশগ্রহণ করেন। উটপাখি প্রতীক নিয়ে আফরোজা পারভীন ১০৩১ ভোট এবং পাঞ্জাবি প্রতীকে আখতারুজ্জামান নাসির ৮২৪ ভোট পেয়েছেন। বেসরকারিভাবে উটপাখি প্রতীকে ২০৭ ভোট বেশি পেয়ে আফরোজা পারভিন ১নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ