• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও বিক্ষোভ

স্বাধীন ভোর ডেস্ক / ১২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

লিমন হোসেন 
ঝিনাইদহ কালীগঞ্জে 
ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় আব্দুল মমিন এর সভাপতিত্বে ঝিনাইদহ মুজিব চত্তরে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, বেসরকারী শিক্ষক-কর্মচারী আজ মানবতার জীবন যাপন করছে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারনে পরিবার পরিজন নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না। তাই আজ শিক্ষকরা রাস্তায় দাড়াতে বাধ্য হয়েছে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করন,শিক্ষক –কর্মচারী অবসর গ্রহনের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাষ্টের পাওনা পরিশোধ করা,সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধানদের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে প্রদান,চাকুরি বয়সসীমা ৬৫ বছরে উন্নতিকরন। সরকারি ও বেসরকারি পাহাড় সমান বৈষম্য দূরীকরন এবং ইউনেস্কো ও আইএলও’র সুপারিশ অনুযায়ী শিক্ষাখাতে জিডিপি’র ৬% বরাদ্দের আহ্বান জানান তারা। এ সময়ে বানিয়াবহু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়ার উপর অতর্কিত হামলা কারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানান তারা। বক্তরা আরো বলেন,২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় বাজেট পাশের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের সুনির্দিষ্ট ঘোষনা না দিলে আগামী ১১ই জুলাই ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচী পালন করবেন বলে হুসিয়ারী উচ্চারন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ মহি উদ্দীন,আলমগীর হোসেন,শাহানাজ পারভীন মুন্নি,শাহানাজ পারভীন রিপা,অধ্যক্ষ মাসুদ করিম,ইব্রাহিম খলিল,আব্দুর রাজ্জাক,নজরুল ইসলাম সহ আরো অনেকে।
এ সময়ে ঝিনাইদহ জেলার ছয় উপজেলা থেকে দেড় শহস্রাধিক শিক্ষক-কর্মচারী এ সমাবেশে অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ