• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

ইবির কেন্দ্রীয় মসজিদের খতিব ড. শোয়াইব আহমেদ আর নেই

স্বাধীন ভোর ডেস্ক / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ১১ জুন, ২০২৩

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) কুষ্টিয়ার কেন্দ্রীয় মসজিদের খতিব ড. আ স ম শোয়াইব আহমেদ মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার চারদিন পর  গতকাল শনিবার (১০ জুন) রাত সাড়ে ১১ টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে মারা যান। জানা যায়, গত মঙ্গলবার (৬জুন) বিশ্ববিদ্যালয় থেকে ঢাকার উদ্দেশে গ্রিনলাইন বাসে রওনা দেন ড. শোয়াইব আহমেদ। ঢাকা যাওয়ার পথে মাগুরায় পৌঁছানোর পর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এতে ড. শোয়াইব আহমদ মারাত্মক আহত হলে তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা পরামর্শ দিলেন তাকে ঢাকার  ইবনে সিনা হাসপাতালে নেওয়ার জন্য। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়। মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি আইসিইউতে চিকিৎসারত অবস্থায় ছিলেন। পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখ্য, ড. শোয়াইব আহমেদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৯১-৯২ শিক্ষাবর্ষের দাওয়াহ এন্ড ইসলামীক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। শুরু থেকেই তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। তার জন্মস্থান  ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এছাড়াও তিনি অর্থসহ আল কুরআন ও সালাত শিক্ষা, অর্থসহ হিফযুল কুরআন কোর্স, ড. শোয়েব’স স্পোকেন ইংলিশ এবং এরাবিক শিক্ষার সংক্ষিপ্ত কোর্সেরও উদ্ভাবক তিনি। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই কোর্স গুলো করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ