• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ অপরাহ্ন

নবাবগঞ্জে ৫ বছরে রুবেলের আম বাগানে সফলতা

স্বাধীন ভোর ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১০ জুন, ২০২৩

ইব্রাহীম মিঞা বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের শ্যামপুর গ্রামের আসাদ আলীর ছেলে রায়হান কবির রুবেল।পাঁচ বছর আগে বন্ধুর আম বাগান দেখে, বাগান করার স্বপ্ন দেখেছিল।স্বপ্ন পূরণের লক্ষ্যে মাত্র ১ লক্ষ ৪০ হাজার টাকায় আমের বাগান কিনে ব্যাবসা শুরু করেছিলেন রুবেল। বর্তমানে ২০ বিঘার বেশি জমির বাগানে শোভা পাচ্ছে কয়েক লক্ষ টাকার আম। যার মধ্যে রয়েছে,রুপালী, হাড়িভাঙ্গা ও বোম্বে জাতের আম। বাগানে প্রথম অবস্থায় আমের মুকুল ভালো থাকায় কৃষি অফিসের পরামর্শে বাম্পার ফলন হয়েছে।কিন্তু প্রচন্ড তাপদাহ এবং সময়মত বৃষ্টি না হওয়ায় গাছ থেকে গুটি অবস্থায় আম ঝরে পড়ায় দুঃশ্চিন্তায় ছিলেন। তিনি জানান- বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। কৃষি বিভাগ আম উৎপাদন নিয়ে সকল চাষীদের সঠিক সময়ে পরামর্শ প্রদানে এখন ভালো ফলন পাচ্ছে ।এছাড়াও আম মার্কেটিং এর জন্য সরকার অনলাইন এবং লোকাল হাট গুলোতে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে আরও উপকৃত হয়েছেন বলে তিনি জানান। রায়হান কবির রুবেল জানান,ব্যাবসার উদ্দেশ্য প্রায় ট্রাকে ক্যারেটে করে আম নিয়ে আড়তে পৌঁছে দিতে হয় তাকে। অনেক সময় ব্যাবসায়ীরা বাগানে এসে ট্রাকে ট্রাকে আম নিয়ে যান।ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় সে তার বাগান হতে আম সরবরাহ করে থাকে। বিভিন্ন মেয়াদে ক্রয়কৃত আম বাগানের মালিকগন‌ রুবেলের বাগানের প্রতি পরিচর্যাসহ আমের ফলন দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। বছরে ভালো টাকা উপার্জন করে সফলতায় দিন পার করছি বলে সে জানায়। এদিকে  ব্যবসার পাশাপাশি নানান শ্রেনী পেশার মানুষকে বাগানের নানান কাজে লাগিয়েছে রুবেল। ফুলটাইম এবং পার্ট-টাইম কাজের সুযোগ হয়েছে অনেকের। যারা নিজ পকেট খরচ এর পাশাপাশি পরিবারের বাড়তি দ্বায়িত্ব নিয়ে সফলভাবে কাজ করে আয় করছেন টাকা। দৈনিক ৪৫০-৫০০ টাকা দিনে কাজ করছেন তারা। বাগান পরিচর্যা, কিটনাশক ছিটানো, সময়মত পানি স্প্রে করা,আম পাড়া, বাজার জাত করাসহ এসকল কাজ করতে হয় তাদের। এ থেকে আশা বাড়তি আয়ের পাশাপাশি উদ্যোক্ত হিসেবে নিজেদের প্রস্তুত করছেন বলে জানিয়েছেন তারা। নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার জানিয়েছে- এবার নবাবগঞ্জ উপজেলায় ৯১২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। নবাবগঞ্জ উপজেলায় রুবেলের মত অনেক উদ্যোগক্তা তৈরী হচ্ছে। অনেকে চাকুরীর পেছনে না ছুটে নতুন উদ্যোগক্তা হওয়ার স্বপ্ন বুনছেন এবং তা বাস্তবায়ন করছেন। এই নতুন উদ্যোগক্তাদের পাশে কৃষি বিভাগ সব সময় আছে এবং থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ