• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

এক শাড়িতে স্বামী-স্ত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

স্বাধীন ভোর ডেস্ক / ১২৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১০ জুন, ২০২৩

রিফাত হোসেন মেশকাত
 জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে এক শাড়িতে গলায় ফাঁস লাগানো স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর পশ্চিমপাড়া গ্রামে। নিহত স্বামীর নাম সুহেল রানা (৪২) স্ত্রী পারুল বিবি (৩৯)। তাঁরা একই গ্রামের বাসিন্দা। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নিহত পারুল বিবির নিজ (বাবার বাড়ি) বাড়ির একটি ঘর থেকে তাঁদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত পারুল বিবি তাঁর পূর্বের স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বাবার বাড়িতে একাই থাকতেন। এসময় একই গ্রামের সোহের রানার সাথে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। একপর্যায়ে তাঁরা গোপনে বিয়ে করে। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। নিহত পারুলের স্বামী সোহেল রানাও ছিল বিবাহিত। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে আয়শা সিদ্দিকা নামে স্থানীয় এক গৃহবধু ওইবাড়িতে দুধ দিতে গিয়ে একটি ঘরের মধ্য স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তিনি ঘটনাটি স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা পারুলের বাড়ির একটি ঘরের বাঁশের আড়ার সাথে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। স্থানীয় বাসিন্দা গৃহবধু আয়শা সিদ্দিকা বলেন, আমি প্রতিদিনের মতো পারুলের বাড়িতে দুধ দিতে যায়। ওই সময় কোন সারাশব্দ না পেয়ে বাড়িতে ঢুকি, এরপর একটি ঘরের মধ্য একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখে বাহিরে এসে লোকজনকে জানাই। পরে স্থানীয়রা গলায় পেঁচানো শাড়ি কেটে মরদেহদুটি নামিয়ে আনেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, শুনেছি তাঁরা ৪-৫ মাস আগে বিয়ে করেছেন। তাঁদের কারো সাথে বিবাদ ছিল না। ঠিক কি কারনে এমন কাজ করলো এটা আমার জানা নেই। নিহত সোহেল রানার বড় স্ত্রী সোনিয়া আক্তার বলেন, আমার স্বামী রাতে আমাদের বাড়িতে ছিল। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে চলে যান। এরপর লোক মুখে জানতে পারি তাঁর ওই স্ত্রীর বাড়িতে নাকি তাঁদের গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গ্রামবাসীরা। কি করানে ওই ঘটনা ঘটেছে আমি কিছু জানি না। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, তাঁদের মধ্য পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে। আর এই কারনেই এক সাথে আত্নহত্যা করতে পারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থা এসেছি। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ