• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন

ইবি শিক্ষকের উপর হামলায় ব্যাংক কর্মকর্তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত।

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ১০ জুন, ২০২৩

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারের উপর হামলা করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে কুষ্টিয়ার চৌড়হাস শাখা অগ্রণী ব্যাংক কর্মকর্তা সোহেলকে। জানা যায় ভুক্তভোগী সহ কয়েকজন শিক্ষক মিলে কুষ্টিয়ার হাউজিংয়ে ডি ব্লগে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে সোহেল বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। যার ফলে তিনি অগ্রণী ব্যাংক কুষ্টিয়ার চৌড়হাস শাখার ব্যাংক ম্যানেজারের নিকট বিষয়টি অবহিত করেন। ফলে ব্যাংক ম্যানেজার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আর এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে কর্মকর্তা সোহেল শিক্ষকদের বিভিন্নভাবে হামলা ও প্রাণনাশের হুমকিও দিতে থাকে। প্রতিদিনের ন্যায় গত বুধবার (৭ জুন) ড. মোস্তাফিজুর রহমান সকালবেলা হাঁটতে বের হন। তাকে একা পেয়ে ব্যাংক কর্মকর্তা সোহেল হামলা চালায়। এতে তিনি আহত হলে কুষ্টিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। ইবি শিক্ষক ডক্টর মুস্তাফিজুর রহমান এর উপর হামলা করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা সহ ব্যাংক কর্মকর্তা সোহেলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকটের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবরোধ গড়ে তোলে। তারা দাবি জানায় সোহেলের বিচার না হওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক বন্ধ থাকবে এবং সোহেলকে বিচারের আওতা না আনলে আন্দোলন আবারো চালিয়ে যাবে। এ বিষয়ে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ জানায় স্যারের উপর হামলার বিষয়টি বিভিন্ন জাতীয় পত্রিকা ও মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে অগ্রণী ব্যাংকের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে ব্যাংকের স্বার্থবিরোধী কাজে লিপ্ত হওয়ায় অগ্রণী ব্যাংকের নীতিমালা অনুসারে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তাই ব্যাংকের নীতিমালা অনুসারে কর্মকর্তা সোহেলকে সাময়িক বরখাস্ত করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ