• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

ইবি শিক্ষকের উপর হামলার প্রতিবাদে প্রধান ফটকের সামনে বিক্ষোভ

স্বাধীন ভোর ডেস্ক / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল হাদিস বিভাগের  অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান স্যারকে গতকাল কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংক এর এক কর্মকর্তা সোহেল হামলা চালায়। হামলায় স্যার আহত হলে হসপিটালে নেওয়া হয়।  স্যারের উপর  দুর্বৃত্ত সোহেল এর হামলার ঘটনায় ইবি শিক্ষার্থীরা মাঝে উদ্ধিগ্ন শুরু হয়। এই নিয়ে আজ বৃহস্পতিবার (৮ জুন) শিক্ষার্থীরা সকাল ৯ ঘটিকায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া ও খুলনা রোডে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করে। এতে রোডে গাড়ি চলাচল অনেক্ষণ বন্ধ থাকে। শিক্ষার্থীদের আন্দোলনে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও কয়েকজন শিক্ষক এসে বিচারের ব্যাপারে শিক্ষার্থীদের আস্বস্ত করেন। ইবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন ও এই সময় উপস্থিত হয়। শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন বলেন শিক্ষকরা হলেন জাতির মাথার মুকুট। ২৪ ঘণ্টা চলে যাওয়ার পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেনো শিক্ষক এর উপর হামলার কোন ব্যবস্থা নেয়নি। তিনি আরো বলেন শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। এমনকি আগামীকাল সকাল ৯ টার আগে এর বিচার ব্যবস্থা করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলন আরো গড়ে তুলবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে আল হাদিস বিভাগের মাস্টার্সের ছাত্র আবু সালেহ মুহিত বলেন যেহেতু দুর্বৃত্ত সোহেল অগ্রণী ব্যাংকের কর্মকর্তা, সেহেতু বিচার হওয়ার আগ পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকও বন্ধ থাকবে। আগামীকাল শুক্রবার (৯জুন) সকাল ৯টার আগে অপরাধী সোহেলকে গ্রেফতার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক এর সুষ্ঠু বিচার করতে হবে। যেনো আগামীতে কোন শিক্ষকের উপর এইরকম হামলা করার সাহস কেউ করতে না পারে। আর যদি আগামীকাল সকাল ৯ টার আগে কোন পদক্ষেপ ও গ্রেফতার না করা হয়, তাহলে আমরা আবারও আগামীকাল আন্দোলন ও অবরোধ গড়ে তুলবো। বিচার না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা দাবিগুলো শুনে, বিচারের প্রতি আস্বস্ত করলে, শিক্ষার্থীরা আন্দোলন  স্থগিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ