• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

ইবিতে বিশ্ব পরিবেশ দিবসে গ্রীন ভয়েস এর উদ্যোগে বৃক্ষরোপন ও কুইজ প্রতিযোগিতা

স্বাধীন ভোর ডেস্ক / ১০৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৭ জুন, ২০২৩

ইবি প্রতিনিধি 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপন ও কুইজের আয়োজন করেছে “গ্রীন ভয়েস” ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়া শাখা। (০৫ জুন) সোমবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এ আয়োজন করেছে উক্ত সংগঠনটি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মোখলেছুর রহমান সুইট এর নেতৃত্বে সদস্যরা সহ জারুল গাছ ও শিমুল গাছ রোপন করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম এ সংগঠনটি কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী বিল্লাল হোসেন ও একই বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ-সম্পাদক ইমানুল সোহান। এছাড়াও ইবি শাখার গ্রীন ভয়েসের সহ-সভাপতি নাহারুল আলম এবং কার্যনিবাহী সদস্য আবদুল্লাহ আল কাফিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। গ্রীন ভয়েস ইবি শাখার সভাপতি মোখলেছুর রহমান সুইট সকলের উদ্দেশ্যে বলেন, পরিবেশ দিবসে প্রকৃতির প্রতি যত্নশীল হয়ে সকলের উচিত বৃক্ষরোপন কার্যক্রম গ্রহণ করা। পরিবেশ রক্ষা ও সকলের মধ্যে সচেতনতা বাড়াতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা। গ্রীন ভয়েস ২০০৫ সালে ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পরিবেশ দূষণ, ভূমিদস্যু, জলদস্যু, বৃক্ষ নিধনকারী, মাঠ বিপর্যস্তকারী, নদী-নালা-খাল-বিল দখলকারী, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে মানুষের কল্যাণে আন্দোলন অব্যাহত রেখেছে। পরিবেশবান্ধব দেশ তৈরিতে কাজ করার পাশাপাশি সকলকে পরিবেশ রক্ষায় সচেতন সমাজ গড়তে ও দেশের সঠিক উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ