• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন

প্রতিবন্ধকতা হাবিবুর রহমানের পড়াশোনার বাঁধা হতে পারে না

স্বাধীন ভোর ডেস্ক / ৩৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ৫ জুন, ২০২৩

ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান। শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি মোঃ হাবিবুর রহমানের ইচ্ছেশক্তিকে। ৫ জুন সোমবার ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ডি ইউনিট ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়েছে প্রায় ৭ জন করে। এদের মধ্যেই শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান ও অংশগ্রহণ করে। তার ২টি হাত নেই। মনের জোরে প্রবল ইচ্ছে শক্তিতে ছোটবেলা থেকেই পা দিয়ে লিখে লেখাপড়া চালিয়ে যাচ্ছে সে। শারীরিক প্রতিবন্ধী এই শিক্ষার্থী, তাই সচল পায়ের ওপরই রেখেছে অটুট ভরসা। হাবিবুর রহমান এর বাড়ি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হিমায়েতখালি গ্রামে। হাবিবের বাবা আব্দুস সামাদ একজন কৃষক। চার ভাই-বোনের মধ্যে হাবিব তৃতীয়। বড় দুই বোনের বিয়ে হয়েছে। এমন একটি পরিবার চালাতে হিমশিম খেতে হয় বাবা আব্দুস সামাদকে। কিন্তু লেখাপড়ার প্রতি হাবিবের প্রবল ইচ্ছে থাকায় অভাব-অনটনের মধ্যেও হাল ছাড়েনি তার পরিবার। হাবিবুর রহমানের পড়ালেখা চালিয়ে যাচ্ছেন তার মা-বাবা। তার ফলস্বরূপ হাবিব ও আশানুরূপ পড়াশোনা করে যাচ্ছে। হাবিবের বাবা কৃষক আব্দুস সামাদ বলেন, ছেলের দুই হাত নেই। সে জন্মগতভাবেই এরকম। তার মধ্যে অনেক প্রতিভা এবং আত্মবিশ্বাস রয়েছে। পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যাচ্ছে হাবিব, ভালো ফলাফল করছে। এতে আমি অনেক আনন্দিত। যদি সবাই সহযোগিতা করে, তাহলে হাবিব আরও ভালো কিছু করবে। হাবিবের একটাই ইচ্ছা, পরনির্ভর না হয়ে লেখাপড়া শিখে ভালো চাকরি করবে সে। এজন্য উচ্চ শিক্ষা নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে সে। এবিষয়ে হাবিবুর রহমান বলে, আমি জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন। দরিদ্র পরিবারের সন্তান। অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত এসেছি। হাত না থাকায় পা দিয়ে লিখেই পিএসসি, জেএসসি দাখিল ও আলিম পাস করেছি। আমার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। তারপরও থেমে যাইনি। পড়ালেখাটা চালিয়ে যেতে চাই। চাকরি করে আমার মা-বাবার সব দায়িত্ব নিতে চাই। এবিষয়ে ইনভিজিলেটর হিসেবে দায়িত্বে থাকা ইবি আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ছেলেটি একজন অদম্য জীবন যোদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ