• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ার ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান চাকরিচ্যুত হওয়ার অর্ধযুগ পরে আবারও চাকরি ফিরে পেয়েছেন

স্বাধীন ভোর ডেস্ক / ১৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ৩ জুন, ২০২৩

ইবি প্রতিনিধি :
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম সিন্ডিকেট সভায় তাকে পুনর্বহাল করার সিন্ধান্ত গৃহীত হয়। ৩১ মে বুধবার ইবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়। জানা যায় ২০১০ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে প্রভাষক হিসেবে আসাদুজ্জামান যোগদান করেন। পরে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান এবং ২০১৫ সালে উক্ত বিভাগের সভাপতির দায়িত্ব পান। ২০১৭ সালে ক্ষমতার অপব্যবহার ও এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে  আসাদুজ্জামানের উপর। ওই বছরের ১৬ এপ্রিল তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ২৩৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। পরবর্তীতে আসাদুজ্জামান চাকরি ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে রিট করেন। গত ৩১ জানুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খাইরুল আলম এ রায় প্রদান করেন। উক্ত রায়ে উল্লেখ করা হয়েছে, আসাদুজ্জামানের উপর অভিযোগ আসার পরে তাকে কোন কারণ দর্শানোর সুযোগ না দিয়েই চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া তদন্ত কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী অভিযোগকারী সাক্ষী হাজির করতে ব্যর্থ হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অভিযোগকে হয়রানিমূলক বলে উল্লেখ করা হয়। একইসাথে উক্ত পদে পুনর্বহাল করার নির্দেশনা প্রদান করা হয় আসাদুজ্জামানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ