• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে শিল্প কারখানার দূষিত বর্জে মারা যাচ্ছে ফুল জোড় নদীর মাছ

স্বাধীন ভোর ডেস্ক / ৪৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৩১ মে, ২০২৩

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ থেকে:
কয়েকদিন যাবত উজান থেকে ভেসে আসা শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোর নদীর পানিতে মারা যাচ্ছে খাচায় চাষ করা মাছ সহ বিভিন্ন প্রকার জলজ প্রাণী। এই বিষয়ে জেলা প্রশাসক মীর মাহবুব রহমান জানান পরিবেশ অধিদপ্তর স্থানীয় প্রশাসন যৌথভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ শেষে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং পরিবেশ অধিদপ্তরের এন্ফোর্সমেন্ট টিমকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা সরোজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জনস্বার্থে এলাকাবাসীকে মাইকিং এর মাধ্যমে নদীর পানি ব্যবহার ও ভেসে ওঠা মরা মাছ না খাওয়ার জন্য বলা হয়েছে। নদীর বিষাক্ত পানি খেয়ে দুটি গরু মারা গিয়েছে। জেলা প্রশাসক জানান বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার সকাল ১১টায় ঢাকা বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জ বাসস্ট্যান্ডে ক্ষতিগ্রস্থ ৭০ জন মাছ চাষী তাদের প্রায় ১৪ কোটি টাকার মাছের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে। নলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার হোসেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সদস্য আব্দুর রউফ বকুল, ইউপি সদস্য গাজী আব্দুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, মাছ চাষী মাহবুবুর রহমান মিঠু, সহিদুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, শেরপুর উপজেলার এস.আর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্ট এর দূষিত বর্জ্যের কারণে ফুলজোড় নদীতে ৭০ জন খাচায় মাছ চাষীদের প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের দাবি ও নদী দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ