• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

নান্দাইলে কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা

স্বাধীন ভোর ডেস্ক / ৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৩১ মে, ২০২৩

মোশারফ হোসেন রিয়াদ
নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ক্রাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় নান্দাইলে কৃষক গ্রুপের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১মে) সকাল ১১ টায় উপজেলার চর বেতাগৈর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ক্রাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের পরিচালক কৃষিবিদ খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার। নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান সভাপতিত্ব করেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসীর সঞ্চালনায় প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- প্রধান অতিথি ক্রাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের পরিচালক কৃষিবিদ খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার, বিশেষ অতিথি  চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন,নান্দাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আওয়াল মিন্টু, আব্দুর রশিদ, সাংবাদিক মো. মিন্টু মিয়া সহ প্রমুখ। মতবিনিময় সভায় ক্রাইমেট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-পরিচালক শরীফ দুলাল, চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম, উপ-সহকারী কর্মকর্তা সহ প্রকল্পের ৮ টি গ্রুপে ২৪০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। উপজেলার চর বেতাগৈর ইউনিয়নেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ