• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

দীর্ঘদিন ধরে চলাচলের রাস্তায় কালভার্ট ভাঙ্গা: দুর্ভোগ চরমে

স্বাধীন ভোর ডেস্ক / ১০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় বুধবার, ৩১ মে, ২০২৩

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার -নরসিংপুর রাস্তায় প্রায় দুই বছর আগে একটি কালভার্ট ভেঙ্গে যায়। এতে করে ওইসব এলাকার জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দুই ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হচ্ছে কয়েক কিলোমিটার ঘুরে। এতে জনগনের অতিরিক্ত টাকার সাথে সময় অপচয় হচ্ছে। জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্বঘিলাতলী গ্রাম সংলগ্নে রাস্তার খালের উপর একযুগ আগে নির্মিত কালভার্টটি দুই বছর আগে বন্যায় ভেঙে গেলে আজ পর্যন্ত সংস্কার করা হয়নি। ফলে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এলাকাবাসীকে প্রায় ৪কিলোমিটার দক্ষিণে বালিউরা বাজারের রাস্তা হয়ে কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করতে হচ্ছে। এতে জনগনের অতিরিক্ত টাকার সাথে সময় অপচয় হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করে খোলাকাগজকে বলেন, বাংলাবাজার এলাকাটি কৃষি পণ্য উৎপাদনমুখী, কিন্তু দীর্ঘদিন যাবত নরসিংপুর -বাংলাবাজার রাস্তাটির উন্নয়ন মূলক কাজ বন্ধ থাকায় রাস্তায় বড়বড় গর্ত হয়ে যায় এবং কালভার্ট এর মধ্যেস্থলে ভাঙ্গার কারণে সময়মত কৃষিপণ্য বাজারজাত করতে পারি না। এতে করে সময় অর্থ ও কৃষি উৎপাদিত পণ্য নষ্ট হয় আমাদের। আমরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেও কোন সুফল পাচ্ছিনা।ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন,দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কালভার্ট ভেঙ্গে গিয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পরে আছে। এতে দূর্ঘটনার শ্বিকার হচ্ছে পথচারীরা।দ্রুত এই কালভার্ট সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলার দাবী জানাই। বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন জানান,শুনেছি কালভার্টে গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মনছুরুল হকের মোবাইল নম্বর ০১৭০৮১৬১৬৭৬ কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ