ফায়েজ উল্লাহ মাহবুব
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জে.কে.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত লুৎফুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী ও খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ২৬ মে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে এই মানববন্ধন পালিত হয়। উচীদী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি রামেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে ও মো. রাজু আহমেদের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ফৌজি আরা শাম্মি, সুনামগঞ্জ জেলা খেলাঘরের সহ-সভাপতি কানিজ সুলতানা, তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কলি তালুকদার আরতী, মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আন্দোলন বিষয়ক সম্পাদক রাশেদা বেগম, তৃণমূল নারী উদ্যোক্ত সোসাইটি কেন্দ্রীয় কমিটির নির্বাহী প্রধান হিমাংশু মিত্র, উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের সদস্য অ্যাডভোকেট মতিয়া চৌধুরী, সন্ধ্যামলতি বেতার পরিবারের সভাপতি শহিদুর রহমান, উদীচী সুনামগঞ্জ কলেজ শাখার সভাপতি নাহিদ আল নেওয়াজ। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকদের কোনো বাবা নেই, মা নেই, কোনো জাত নেই, কোনো ধর্ম নেই। তাদের একমাত্র পরিচয় তারা ধর্ষক। বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় অধিকাংশ ধর্ষিতার পরিবারই মামলা করতে পারেন না। সামাজিক বাধা পেরিয়ে যারা মামলা করেন, তারা অধিকাংশ ক্ষেত্রেই বিচার পান না। ধর্ষককে গ্রেফতার করা হয়না বা গ্রেফতার হলেও অর্থ ও ক্ষমতার কারণে ধর্ষক ছাড়া পেয়ে যায়। মানববন্ধনে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিসহ এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।