• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

মেঘনা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন লাকী আক্তার

স্বাধীন ভোর ডেস্ক / ৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

মেঘনা উপজেলা প্রতিনিধি:
যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবেই হবে, দেখা হবে বিজয়ে কুমিল্লার মেঘনা উপজেলার ঐতিহ্যবাহী চন্দনপুর  মনির আহমদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব লাকী আক্তার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাবেয়া আক্তার এর  সভাপতিত্বে গঠিত বাছাই কমিটির বিচার বিশ্লেষণ শেষে তিনি শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়। এর আগে তিনি ২০২২ সালে নারী শিক্ষায় অবদানের জন্য উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা নির্বাচিত হয়েছিলেন। শিক্ষা জীবন- লাকী আক্তার ১৯৯২ সালে এসএসসিতে প্রথম বিভাগ, ১৯৯৫ সালে এইচএসসিতে দ্বিতীয় বিভাগ, ১৯৯৭ সালে বি.কম (পাস) দ্বিতীয় বিভাগ, ২০০৩ সালে এম.কম (ব্যবস্থাপনা) দ্বিতীয় বিভাগ এবং ২০০১ সালে দ্বিতীয় শ্রেণিতে বিএড ডিগ্রি অর্জন করেন। কর্মজীবন-  ১৯৯৯ সালের ১৪ সেপ্টেম্বর চন্দনপুর মনির আহমদ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। অদ্যাবধি পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে উক্ত বিদ্যালয়ে দায়িত্ব পালন করে আসছেন। জানা গেছে, শিক্ষকতা যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, ছাত্র-ছাত্রী, অভিভাবক,ম্যানেজিং কমিটির সাথে সুসম্পর্ক, সততা, শৃঙ্খলাবোধ, ডিজিটাল কনটেন্ট তৈরি, গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা, প্রশ্ন তৈরির দক্ষতা, শ্রেণি পাঠদানে সক্ষমতা ইত্যাদি বিষয় বিবেচনায় তাকে শ্রেষ্ঠ শ্রেণি নির্বাচন করা হয়। তিনি উপজেলার মাধবপুর গ্রামে ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা – মো: সিদ্দিকুর রহমান,  মাতা- রাশেদা বেগম।  তাঁর স্বামী মৃত জাহাঙ্গীর আলম মুন্সি (মাতাবেরকান্দি)। তিনি দুই মেয়ে এবং এক ছেলের জননী। বড় মেয়ে মুন্সি তানজুম আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছে। ছোট মেয়ে মুন্সি তাবাসসুম আলম সরকারি বদরুন্নেসা কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ