• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প

স্বাধীন ভোর ডেস্ক / ৪১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

জুয়েল রানা, মধুপুর উপজেলা  প্রতিনিধি :
টাঙ্গাইল -১ আসনের জাতীয় সংসদ সদস্য কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি’র নির্দেশনায় আগামী  ২ জুন শুক্রবার দিনব্যাপী  মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।  এ মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন কৃষি মন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপি। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন নিয়ে গত সোমবার দুপুরে মধুপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  প্রস্তুতি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেডিকেল ক্যাম্প বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আব্দুস সবুর মিয়া (অব.)। ইউএনও শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটালের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা.মুহাম্মাদ মিজানুর রহমান (অব.),  উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সহসভাপতি ইয়াকুব আলী, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, ওসি তদন্ত মুরাদ হোসেন,  ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম খান, সাবেক মেয়র মাসুদ পারভেজ,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,  ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম, ফজলুল হক সরকার, মহি উদ্দিন,  উপস্থিত ছিলেন। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের কেন্দ্র পরিদর্শন করা হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মধুপুরের সকল জনগন চিকিৎসা সেবা বিনা গ্রহন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ