• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জের উত্তর বাহ্রায় সরকারী খাল খননে অনিয়মের অভিযোগ

স্বাধীন ভোর ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ২৯ মে, ২০২৩

বসির আহামেদ:
ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নে সঠিক মাপ ছাড়া সরকারি খাল খনন করায় অসহায় সাধারণ মানুষের আজ অনাহারে, অর্ধাহারে , অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন কাটাচ্ছেন ভুক্তভোগীরা। কৃষি নির্ভরশীল ছিল তাঁরা। কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন অসহায় সাধারণ মানুষেরা। তাদের বেঁচে থাকার অধিকার হস্তক্ষেপ  করে কৃষি জমি কেটে ফেলেছে ভূমি দস্যুরা।শুধু কৃষি জমি নয় , রেকর্ডীয় সম্পত্তি কেটে নিয়েছে  অবৈধ ভাবে। ঘরবাড়ি  ভেঙে তছনছ করে দিয়েছে। কেড়ে নিয়েছে নিরাপদ বাসস্বান। বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে ,হাহাকারে প্রতি মূহুর্তে দিনের পর দিন কাটাচ্ছে অসহায় সাধারণ মানুষেরা। তাদের চোখে মুখে ভয় কাজ করছে সব সময়। তাঁদেরকে । অমানবিক আচরণ ও অন্ধকার ভবিষ্যতে ফেলে দিচ্ছে কিছু ভূমিদস্যু। সরজমিনে তদন্ত করলে জানা যায় প্রতিবাদ করতে গেলে ভূমিদস্যুদের হুমকির সম্মুখীন হয় সাধারণ মানুষেরা।নিরাপত্তা নেই কোনো।কেউ তাদের কথা কর্ণপাত করেনা। ভূমি দস্যুরা বলেন ,বড় ভাই আছে, কথা বললে আর টাকা না দিলে বেশি বেশি করে মাটি কেটে নিব এমনটি জানান অসহায় সাধারণ মানুষেরা ।তাঁরা আরো জানিয়েছে , তাদের রেকর্ডীয় মালিকানা সম্পত্তি জব্বর দখল করে কেটে নিয়েছে ,সরকারের দোহাই দিয়ে কিছু ভূমিদস্যু। মাটি বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্য ছিল ভূমি দস্যুদের।এখন অসহায় মানুষের আবেদন,সরকারের কাছে,নিরাপত্তা, নিরাপদ বাসস্থান ও ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করে দেন তাদের জন্য।তাঁরা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পারে। আরও অনুরোধ সরকারের কাছে,ভূমি দস্যুদের জন্য কঠিন তম শাস্তির ব্যবস্থা কর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ