• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

স্বাধীন ভোর ডেস্ক / ৩২৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২৭ মে, ২০২৩

ইবি প্রতিনিধি :

২৬ মে শুক্রবার ইবি শাখা ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক পবিত্র রায় পার্শ্ব প্রেরিত এক সংবাদ বিবৃতি থেকে এটি জানা যায়। সংবাদ বিবৃতিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৩ জুন থেকে ১২ জুন পর্যন্ত মোট ১০ দিন গ্রীষ্মকালীন ছুটি। একইসঙ্গে ১০ দিনের ব্যবধানে ২২ জুন থেকে ঈদ-উল-আযহার ছুটি শুরু হবে। এই দীর্ঘ ছুটিতে ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রমের ছন্দপতন হবে বলে মনে করে বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। তাই একাডেমিক কার্যক্রমের স্বাভাবিকতা বজায় রাখতে গ্রীষ্মকালীন ছুটি বাতিলের দাবি জানিয়েছে ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্র মৈত্রী ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ এক যৌথ বিবৃতিতে বলেন, করোনাকালীন সময় প্রায় দেড় বছরের ছুটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে ব্যাপক প্রভাব ফেলেছে। বিভাগগুলো সেই ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। যার ফলে সেশনজট তীব্র আকার ধারণ করেছে। তাই সেশন জট পুষিয়ে উঠতে ধারাবাহিক ক্লাস- পরীক্ষা নেওয়া এবং ছুটি কমানোর বিকল্প নেই। নেতৃবৃন্দগন আরও বলেন, সেশনজট প্রতিটি শিক্ষার্থীর জন্য মরার উপর খরার ঘাঁ হয়ে দাড়িয়েছে। এমতবস্থায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে কিছুটা হলেও সেশনজট কমিয়ে আনা সম্ভব। কারণ এর পরেই আবার ঈদের ছুটি থাকার কারণে কয়েকদিন বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও একাডেমিক কার্যক্রমে ছন্দপতন হবে বলে আমরা মনে করি। বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে একাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ