• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

শরীয়তপুরের ডামুড্যায় দ্রুত ভূমি সেবা নিশ্চিতে গনশুনানি অনুষ্ঠিত

স্বাধীন ভোর ডেস্ক / ৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় সোমবার, ২২ মে, ২০২৩

শফিকুল ইসলাম সোহেল, শরীয়তপুর 
ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি, সরাসরি ভূমি সেবা বিষয়ক তথ্য ও পরামর্শ দিতে এবং জনগণের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণের জন্য ভূমি সেবা বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। গণশুনানি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার। সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী ডামুড্যা উপজেলা হল রুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। জনবান্ধব এ কর্মসূচি অব্যাহত থাকবে।এছাড়াও সেবা বুথের মাধ্যমে সেবা প্রদান সপ্তাহব্যাপী চলমান থাকবে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক সভা ও গণশুনানির আয়োজন করা হবে। প্রথম দিনেই সেবা বুথের মাধ্যমে প্রায় ২০০ জনকে সেবা দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী, শিক্ষক ও ডামুড্যা উপজেলার সর্বস্তরের জনসাধারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ