• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন

ফেনীতে বিপন্ন প্রজাতির ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার আটক-১

স্বাধীন ভোর ডেস্ক / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় রবিবার, ২১ মে, ২০২৩

মুজাহিদুল ইসলাম জাবের, ফেনী
বিপন্ন প্রজাতির ১০৮ সুন্দি কচ্ছপ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ,এ সময় একজনকে আটক করা হয়েছে , গোপন তথ্যের ভিত্তিতে ইং ২০/০৫/২০২৩ তারিখে ১১:৩০ ঘটিকার সময় থোয়াইঅংপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল নেতৃত্বে দৌস মোহাম্মদ, ইন্সপেক্টর, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ একটি বিশেষ অভিযানিক টিম ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক মোড় (গ্যাস কোম্পানী মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে সুন্দি কাছিম পাচারকারী কনক চন্দ্র দাস(৫৫), পিতা-উপানন্দ চন্দ্র দাস, মাতা-সমিতা বালা দাস, সাং-চরজাঙ্গালিয়া (দুর্লভ মেম্বার বাড়ী), থানা কমলনগর, জেলা-লক্ষ্মীপুর এর হেফাজত হইতে ০৩টি ক্যারেটে মোট ১০৮টি সুন্দি কাছিম যাহার ওজন অনুমান ৮০ কেজি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি জানায় লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন চর এলাকার লোকজনদের নিকট হতে কাছিমগুলো সংগ্রহ করে। পরবর্তীতে নিজ হেফাজতে রেখে বর্ণিত ব্যক্তি ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদারীপুর , সাতক্ষীরা ও খুলনায় দীর্ঘদিন যাবৎ কাছিম পাচার করে আসছে। উল্লেখ্য,ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, প্রাণীটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর তফসিল-২ অনুযায়ী সংরক্ষিত। তাই সুন্দি কাছিম হত্যা বা এর ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ। আটক পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ