• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

কৃষকের ছেলে এমপি হলে মানুষকে ঠকায়না- সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক

স্বাধীন ভোর ডেস্ক / ২১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় শনিবার, ২০ মে, ২০২৩

সোহাগ মিয়াজী॥
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি বলেন, এ চৌদ্দগ্রাম এক সময়ে ছিল অবহেলিত। এখানে মন্ত্রী ছিলেন কাজী জাফর, এমপি ছিলেন আবদুল্লাহ তাহের । তাদের আমলে চৌদ্দগ্রামে এক টাকার ও উন্নয়ন হয়নি। আমি এমপি মন্ত্রী হওয়ার পর এ কালিকাপুরসহ সমস্ত চৌদ্দগ্রামের সকল রাস্তাঘাট স্কুল কলেজের ভবন,মসজিদ মক্তবের ব্যাপক উন্নয়ন করেছি। মানুষ নির্বাচনে ভোট দেয় এলাকার কাজ ও উন্নয়নের আশা করে। আগের এমপি মন্ত্রীরা তা করেন নাই। আমি কিন্তু তাদের মত বেঈমানী করি নাই। আমি আপনাদের পাশে ছিলাম এবং উন্নয়ন করেছি। তিনি উপস্থিত সকলকে উদ্দশ্য করে বলেন-নেত্রী যদি আমাকে মনোনয়ন দেন আর আপনারা যদি আমাকে ভোট দেন তাহলে আমি বিগত সময়ের মত আপনাদের পাশে থেকেই চৌদ্দগ্রাম কে সাজাবো। আমি কৃষকের ছেলে আমি দেমাগ দেখাইনা। এ এলাকার অধিকাংশ মানুষ কৃষক। আর আমিও কৃষকের সন্তান। আমি মন্ত্রী এমপি হয়ে ও নিজেকে কৃষকের সন্তান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। কৃষকের ছেলে এমপি হলে মানুষকে ঠকায়না, মানুষ ঠকেনা। আমি আপনাদের পাশে সবসময় ছিলাম ভবিষ্যতে ও থাকবো ইনশাল্লাহ। তিনি গতকাল শনিবার বিকেলে ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় মাঠে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আ” লীগের সভাপতি সালা উদ্দিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সহ সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লা বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, সেচ্চাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আ,লীগের সহ সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, ইসহাক খান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম জাহিদ হোসেন টিপু, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু নন্দন চৌধুরী, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমদ খোকন, ভিপি মাহবুব হোসেন মজুমদার , মোশাররফ হোসেন, মাহাফুজ আলম, নাইমুর রহমান মজুমদার মাসুম, কাজি ফখরুল আলম ফরহাদ, জাফর ইকবাল, একে খোকন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন সদ্দার, পৌরসভা আ,লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌরসভা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, সাধারন সম্পাদক ফারুক আহম্মদ খানঁ শামীম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ, ইউনিয়ন আ” লীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন সরদার, জেলা সেচ্ছাসেবলীগ নেতা সেলিম আলম খাঁন, মহসিন আলী খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা এডভোকেট লিংকন, স্বপন মাহমুদ,জাফর আলম, হারুন অর রশিদ, আব্দুর রশিদ, শওকত আকবর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ